Header Ads

  • সর্বশেষ

    বের হল শুক্রের মেঘের নীচে কি আছে।



    শুক্র আকারে পৃথিবীর যমজ। কিন্তু তার ভু-পৃষ্ঠ ঘন মেঘের নীচে লুকানো। আমরা ভেনাস 'পৃষ্ঠ সম্পর্কে যতটুকু জানি তা প্রধানত রাডারে প্রাপ্ত তথ্য থেকে। জুলাই ১৮, ২০১৬ ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলেছে যে যদিও শুক্রের ঘন মেঘ একটা বাধা, তারপরও তার মেঘই বলে দেয় মেঘের নীচে কি আছে। ইএসএ ভেনাস এক্সপ্রেস স্পেসক্রাফটের ডাটা থেকে একটা গবেষণা প্রকাশ করেছে। তাতে প্রথমবারের মত বিজ্ঞানীরা দেখাতে পেরেছে শুক্রের আবহাওয়া তার ভূপ্রকৃতির সাথে কিভাবে জড়িত। গবেশনার অংশ হিশেবে তারা গ্র্যাভিটি ওয়েভ ( গ্র্যাভিটেশনাল ওয়েভ নয় )।

    তারা আবহাওয়ার তিনটি দিকে নজর দেয়। ১) বাতাস কত দ্রুত সারকুলেট করে। ২) শুক্রে কি পরিমান পানি আছে এবং ৩) মেঘের ইউভি স্পেক্ট্রাম কতটা উজ্জ্বল।

    শুক্রের মেরু অঞ্চলে বেশিরভাগ পানির বাষ্পের অস্তিত্ব পাওয়া যায়। এই জায়গাটা শুক্রের প্রধান দুটি বড় পর্বতমালার একটি আফ্রোদিতি টেরা'তে। আয়তনে এটি আফ্রিকা মহাদেশ। সর্বচ্চ উচ্চতা ১৪৭০০ ফুট।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad