Header Ads

  • সর্বশেষ

    প্লাজমা

    প্লাজমা হল পদার্থের চারটি মৌলিক অবস্থার একটি। অন্যগুলি হল কঠিন, তরল ও বায়বীয়। প্লাজমা অবস্থার ধর্ম অন্যগুলির চেয়ে আলাদা।


    একটি গ্যাসে উচ্চতাপমাত্রা প্রয়োগ করে বা শক্তিশালী চৌম্বকক্ষেত্রের মাঝে রেখে প্লাজমাতে পরিনত করা যায়। এ জন্য কোন লেজার বা মাইক্রোওয়েভ জেনারেটর ব্যবহার করা হয়। এর ফলে গ্যাসটির মোট ইলেক্ট্রনের পরিমাণ বেড়ে বা কমে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিনত হয়, সেই সাথে কোন আণবিক বন্ধন থাকলে সেটিও ভেঙে যায়।

    আয়নের উপস্থিতির কারণে এতে চার্জ ক্যারিয়ার বেড়ে যায়, ফলে কোন তড়িৎচৌম্বকক্ষেত্রে এটি খুব দ্রুত প্রভাবিত হয়। গ্যাসের মত প্লাজমারও কোন নির্দিষ্ট আকার নেই যতক্ষণ না কোনও আধারে তাকে রাখা হচ্ছে। চৌম্বকক্ষেত্রের প্রভাবে এটি ফিলামেন্ট, বীম বা দ্বি-স্তর গঠনে পরিনত হতে পারে।

    পৃথিবীতে সবচেয়ে বেশী ব্যবহৃত প্লাজমা হল নিয়ন সাইন।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad