Header Ads

  • সর্বশেষ

    ২১ বার মাউন্ট এভারেস্ট জয়।

    দুজন শেরপা, আপা শেরপা ও পূর্বা তাশি সর্বোচ্চ ২১ বার করে যুগ্মভাবে এভারেস্ট জয় করে রেকর্ড বইয়ে নাম পাকাপোক্ত করে রেখেছেন। পূর্বা ২০০৭ সালে একাই এভারেস্টের চূড়ায় ওঠেন। আপা শেরপা ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতি বছর একবার করে এভারেস্ট জয় করেছেন।

    আপা বলেছেন তিনি এভারেস্টের চূড়ায় গ্লোবাল ওয়ার্মিংয়ের নিশ্চিত প্রমাণ প্রতি বছর দেখেছেন। প্রতি বছর বরফ ও গ্লেসিয়ারের গলনের কারনে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেছেন। কারন বরফ গলনের ফলে পাহাড়ে ওঠা দিন দিন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। শেরপাদের জীবনের নিরাপত্তা নিয়েও তিন উদ্বেগ জানিয়েছেন। গ্লেসিয়ারের গলনে সৃষ্ট বন্যায় তিনি তার নিজের বাড়িও হারিয়েছেন। তার অনেক এভারেস্ট জয়কে তিনি গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য উৎসর্গ করেছেন.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad