Header Ads

  • সর্বশেষ

    সূর্যের রেডিয়েটিভ জোন। The Sun's Radiative Zone.

    সূর্যের রেডিয়েটিভ জোন তার কোর ও কনভেক্টিভ জোনের মধ্যবর্তী অংশটি। কোরে নিউক্লিয়ার ফিউশনের সাহায্যে যে শক্তি উৎপাদিত হয় তা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে রেডিয়েটিভ জোনে উঠে আসে। অন্য কথায় ফোটন শক্তি বহন করে। যখন শক্তি রেডিয়েটিভ জোনের শীর্ষে উঠে আসে, তখন তা অন্যভাবে কনভেক্টিভ জোনের দিকে যায়। কনভেকশন জোনে তাপ ও শক্তি অন্যান্য বস্তুর সাথে বাইরের দিকে ঘূর্ণি প্রবাহ হিসেবে বেরিয়ে আসে। এই প্রবাহকে কনভেকশন সেল বলে। ব্যাপারটা সিদ্ধ হতে থাকা পানির প্রবাহের মত। 

    কনভেক্টিভ জোনের সাথে কোর ও রেডিয়েটিভ জোনের ঘূর্ণনের কোন মিল নেই। দুটি জোনের মিলনের জায়গাকে ট্যাকোক্লাইন বলে। অন্য তারাদেরও রেডিয়েটিভ জোন আছে। সূর্যের রেডিয়েটিভ জোন তার কোরের সীমানা থেকে সূর্যের ব্যাসার্ধের ৭০% দূরত্ব পর্যন্ত বিস্তৃত। সূর্যের চেয়ে ছোট ও তুলনামূলক ঠাণ্ডা তারার কনভেক্টিভ জোন তারাটির কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং অনেক ক্ষেত্রেই তাদের রেডিয়েটিভ জোন থাকেনা। তুলনামূলক বড় ও বেশী তাপমাত্রার তারাদের বড় রেডিয়েটিভ জোন থাকে। অনেক বেশী বড় তারাদের আবার কনভেক্টিভ জোনই থাকেনা। 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad