সৌরজগতের আবিষ্কার।
ইতিহাস বলে মানুষ শুরু থেকে সৌরজগতের ধারণা রাখতনা। রেনেসা যুগ পর্যন্ত মানুষ বিশ্বাস করত যে পৃথিবী সবকিছুর কেন্দ্র। আকাশে দেখতে পাওয়া আলোর বিন্দুর সাথে তার কোনই সম্পর্ক নেই। যদিও সামোসের এরিস্টারকাস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক জগতের কথা চিন্তা করেন,পরে নিকোলাস কোপারনিকাস গাণিতিক ভাবে সূর্যকেন্দ্রিক জগতের কথা গাণিতিক ভাবে প্রমণ করেন। ১৭শ শতাব্দীতে গ্যালিলিও গ্যালিলি, জোহানেস কেপলার ও আইজ্যাক নিউটন পদারথবিজ্ঞানের সাহায্যে সূর্যকেন্দ্রিক জগতের প্রমান দেন। ধীরে ধীরে এই ধারণা সবাই গ্রহন করতে থাকে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং একই বল অন্যান্য বস্তুগুলির জন্যও প্রযোজ্য। টেলিস্কোপ আবিষ্কারের পর অন্যান্য গ্রহ ও উপগ্রহও আবিষ্কার হতে থাকে।
No comments