Header Ads

  • সর্বশেষ

    মঙ্গলে পানির উপস্থিতির যত প্রমাণ।

    মঙ্গলে যেকোনো রোভার নামার আগেই জানা গিয়েছিল সেখানে পানি আছে।


    সাময়িক হিমবাহ, ক্ষণস্থায়ী মেঘ ও জমাটবদ্ধ হ্রদ আছে অসংখ্য।


    প্রদক্ষিণরত উপগ্রহগুলি (অরবিটার) থেকে দেখা যায় এরকম অসংখ্য শুকিয়ে যাওয়া নদীতট।


    মঙ্গলেও আছে গিরিখাত যেগুলো প্রমাণ করে তাদের ক্ষয় হয়েছিল পানির স্রোতের জন্য।


    মঙ্গলের ভূপৃষ্ঠে এরকম অসংখ্য পাললিক শিলার স্তর দেখা যায়।


    মঙ্গলের ভূপৃষ্ঠের ধুলা সরালে এরকম পানির বরফ পাওয়া যায়।


    হেমাটাইট, মঙ্গলের ব্লুবেরী নামে পরিচিত, পানির প্রমাণ দেয়।


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad