Header Ads

  • সর্বশেষ

    জী টাইপ মেইন সিকুয়েন্স স্টার।G-type Main-Sequence Star.

    একটা জী টাইপ মেইন সিকুয়েন্স স্টারকে ইয়েলো ডোয়রফ বা জী ডোয়রফ স্টার বলা হয়। এটা এক ধরণের স্পেকট্রাল টাইপ জী এর মেইন সিকুয়েন্স স্টার। যেমন কোন তারার ভর সূর্যের ভরের ০.৮ বা ১.২ গুন এবং পৃষ্ঠের তাপমাত্রা ৫,৩০০ থেকে ৬,০০০ কেলভিন হলে তারাটি এ ধরনের তারা। অন্যান্য মেইন সিকুয়েন্স তারার মত জী টাইপ মেইন সিকুয়েন্স স্টারও নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হাইড্রোজেনকে হিলিয়ামে পরিনত করে। আমাদের সূর্য প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ টন হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করছে। সেই সাথে প্রায় ৪ মিলিয়ন টন পদার্থকে শক্তিতে পরিণত করছে। সূর্য ছাড়াও জী টাইপ মেইন সিকুয়েন্স স্টারের আরও উল্লেখযোগ্য উদাহরণ হল আলফা সেন্টুরাই এ, টাও সেটি এবং ৫১ পেগাসি।  

    জী টাইপ মেইন সিকুয়েন্স স্টার সাদা থেকে হালকা হলুদ রঙয়ের হতে পারে। আমাদের সূর্যের রং আসলে সাদা, কিন্তু আমাদের বায়ুমন্ডলের জন্য আমরা হলুদ দেখি। কারণটির নাম রেইলি স্ক্যাটারিং। জী টাইপ মেইন সিকুয়েন্স স্টারে যে পরিমাণ হাইড্রোজেন থাকে তা দিয়ে এসব তারা প্রায় ১০ বিলিয়ন বছর জ্বলতে পারে। যখন জ্বালানী শেষ হয়ে যায় তখন তারাটি তার আগের আকারের চেয়ে বহুগুণে স্ফীত হয়ে যায়। এই অবস্থার নাম লাল দৈত্য বা রেড জায়ান্ট। যেমন এডেলবারান।সবশেষে রেড জায়ান্ট তার বাইরের স্তর হারিয়ে ফেলে প্ল্যানেটারী নেবুলায় পরিণত হয়। আর রেড জায়ান্টটির কেন্দ্র আরও ঘন হয়ে হোয়াইট ডোয়রফ বা সাদা বামনে পরিণত হয়।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad