Header Ads

  • সর্বশেষ

    চাইলেই আগামী শুক্রবার তিনটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন।

    যারা আকাশ দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ফেব্রুয়ারী মাস আগামী ১১ তারিখ এক সাথে তিনটি মহাজাগতিক ঘটনা নিয়ে এসেছে। প্রথমত ১১ই ফেব্রুয়ারী পূর্ণিমা, এই পূর্ণিমার নাম স্নো মুন। ঐ রাতেই ভোর হবার ঘন্টাখানেক আগে শুরু হবে পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ। একই সাথে একটি ধুমকেতু ২০১১ সালের পর থেকে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে।
    স্নো মুন কি?
            মিডল্যান্ড সিটি ফরেস্ট, মায়ামি।
    ফেব্রুয়ারী মাসের পূর্ণিমার চাঁদের নাম স্নো মুন। এই নামের কারণ অ তীতে ফেব্রুয়ারী আমসে এমেরিকাতে প্রচুর তুষার পড়ত। আদিবাসী এমেরিকানরা এই পূর্ণিমার চাঁদকে হাঙ্গার মুনও বলত, কারণ তুষার পড়লে শিকার করা কঠিন হয়ে পড়ত। ১০ই ফেব্রুয়ারী ২০১৭তে ঢাকায় চাঁদ উঠবে সন্ধ্যা ৫ঃ১৭ তে আর অস্ত যাবে ১১ই ফেব্রুয়ারী ভোর ৫ঃ৪৬ এ।  
    কেন পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ হয়?
    অন্যান্য চন্দ্রগ্রহণের মত পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণের সময়ও পৃথিবী সূর্য ও চাঁদের মাঝামাঝি চলে আসে। এতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। উত্তেজিত হবার কিছু নেই কারণ পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রহণ ও আংশিক গ্রহণের মত নাটকীয় নয়। শুক্রবারের গ্রহণটিতে চাঁদকে খুব সামান্যই কম উজ্জ্বল দেখাবে। কারণ এ রাতে চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের দিকের অংশ দিয়ে যাবে। যখন পৃথিবীর কেন্দ্রীয় ছায়া বা আম্ব্রা চাঁদের উপর পড়ে তখন আংশিক বা পূর্ণ গ্রহণ হয়। 
    এরপরও যদি আপনি দেখতে আগ্রহী হন তবে ১১ই ফেব্রুয়ারী ভোর ৪ঃ৩৪ মিনিটে আকাশে চোখ রাখুন। শেষটা হয়ত দেখতে পাবেন না, কারণ শেষ হবে সকাল ৮ঃ৫৩ মিনিটে। তাছাড়া কুয়াশার উপদ্রপ তো আছেই। 
    চন্দ্র গ্রহণ দেখতে পাবার এলাকা।
    কিভাবে ধুমকেতু দেখবেন?

    ধুমকেতুটির নাম কমেট 45P। অন্য নাম নিউ ইয়ার কমেট.১৯৪৮ সালে মনিরু হোন্ডা এটি আবিষ্কার করেন। নামকরণ হয় মনিরু হোন্ডা, এন্টোনিন মারকোস ও লুদ্মিলা পাজদুসাকোভা এই তিন জনের নামানুসারে। এটি প্রতি সোয়া পাঁচ বছরে একবার ফেরত আসে আর বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী এই সময়ের ভেতরে দেখা যায়। এই শুক্রবার এটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। দূরত্ব হবে প্রায় ৭.৮ মিলিয়ন মাইল। ২০১১ সালের পর এটাই পৃথিবীর সবচেয়ে কাছে আসা। যদি দেখতে চান তবে হারকিউলিস কন্সটিলেশনের দিকে চোখ রাখতে হবে ১১ তারিখ সন্ধ্যা থেকেই। খুঁজতে হবে একটি নীল-সবুজ মাথাওয়ালা লেজ। আকাশ খুব পরিষ্কার না থাকলে দেখতে পাওয়ার সম্ভবনা খুব কম। পরিস্কার থাকলে একটি বিনকিউলার হলে বেশ ভালো করেই দেখতে পাবেন। ধুমকেতুটি খুব তাড়াতাড়ি ছুটছে। তাই এখন না দেখতে পেলেও আক্ষেপের কিছু নেই, ২০২২ সালে আবার ফেরত আসবে ধুমকেতুটি।  

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad