কখনও আপনার মনে হয়েছে কি যদি আলোক দূষণ না থাকত তবে আপনার শহরের রাতের আকাশ দেখতে কেমন লাগত? আপনি হয়ত খেয়াল করেছেন ঢাকা শহরের রাতের আকাশে খুব বেশী তারা দেখা যায়না।
 |
সাংহাই, চীন। |
আমরা একটি গ্লোবের ভেতরে বাস করছি যা আলোর প্রতিসরন ঘটায়। আমাদের নিজেদের তৈরি অতি উজ্জ্বল শহরের আলোর কারণে তারা বলে আকাশে যে কিছু আছে তা মনেই থাকেনা। ইউরোপ, জাপান ও ইউএসএ'র রাতের আকাশ সম্পূর্ণভাবেই শরের কৃত্তিম আলোতেই আলোকিত থাকে।
অনেকেই মনে করেন যে আলোক দূষণ শুধুমাত্র জ্যোতির্বিদদেরই সমস্যা করে। কারণ অন্য মানুষের কিসের দায় পড়েছে সারা রাত ধরে আকাশ দেখার!! কিন্তু যদি আপনি একটি অন্ধকার রাতে মিল্কিওয়ের অসাধারণ দৃশ্য দেখার সুযোগ পেতেন তবে তবে বুঝতে পারতেন ঐ পাগল গুলি আকাশ দেখার নেশা ছাড়তে পারেনা।
ভাগ্যক্রমে পেশাদার ফটোগ্রাফার থিয়েরী কোহেন আলোক দূষণের ব্যাপারে মানুষের সচেতনতা বাড়ানোর অসাধারণ একটি উপায় বের করেছেন। কোহেনের একটি ফটো এলবাম "Darkened Cities" "অন্ধকার করা শহর" এ পৃথিবীর বিভিন্ন শহর আলোক দূষণ না থাকলে রাতে কেমন লাগত সেসব ছবি প্রকাশ করেছেন। কোহেন ২০১০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন। এসব শহর ঘুরে তিনি রাতের আকাশের এমন সব ছবি তুলেছেন যেগুলি দেখে বেশির ভাগ মানুষের কাছেই অবাস্তব মনে হবে।
ছবিগুলি দিয়ে দেখিয়ে কহেন আমাদের মনে করিয়ে দিয়েছেন যে তারার আলোর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা থেকে আমরা বেশিরভাগ সময়ই বঞ্চিত হচ্ছি।
 |
সাও পাওলো, ব্রাজিল। |
 |
প্যারিস, ফ্রান্স। |
 |
টোকিও, জাপান। |
 |
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। |
 |
লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। |
No comments