সাত বছরের এই ছেলেটিই হয়ত পরবর্তী আইনস্টেইন।
রোমানিও গলফিন জুনিয়রের বয়স মাত্র সাত হতে পারে কিন্তু তাকে নিয়ে কানাঘুষা চলছে যে সেই পরবর্তী আলবার্ট আইনস্টেইন। সিল্ভার স্প্রিং, ম্যারিল্যান্ডের এই বালক এখনও বাড়িতেই তার পড়াশুনা করছে। সে এতটাই স্মার্ট যে মাত্র দুই বছর বয়সে মুখে চেরিয়স নিয়ে সে পারটিকেল ফিজিক্সের বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারত। তার ছবি আঁকা ও সঙ্গীতের প্রতিও আকর্ষণ আছে। সে লেগো নিয়ে খেলতে পছন্দ করে আর ক্যান্ডি তার খুবই পছন্দের। কিন্তু সে সবচেয়ে বেশী পছন্দ করে বিজ্ঞান নিয়ে থাকতে। বড় বড় শব্দ যেমন সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক এসিড উচ্চারন করতে বড়দেরই ব্যপক অসুবিধায় পড়তে হয়, সে অবলীলায় বলে যায়।
ইউরোপীয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (CERN), যারা লারজ হেড্রন কলায়ডার পরিচালনা করে, এর এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট স্টিভেন গোল্ডফারব বলেন লোকজন রোমানিও গলফিনকে চেনা শুরু করেছে। তিনি রোমানিও গলফিন ও তার পরিবারকে সুইজারল্যান্ডে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি রোমানিও গলফিনকে ওয়াশিংটনের CERN প্রতিনিধি বলে ঘোষণা দেন। হেইডেন প্ল্যানেটেরিয়ামের পরিচালক ও "কসমস" টিভি অনুষ্ঠানের উপস্থাপক নীল টাইসন ডিগ্রাসী নিজেকে রোমানিও গলফিনের একজন ভক্ত বলেছেন।
ইউরোপীয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (CERN), যারা লারজ হেড্রন কলায়ডার পরিচালনা করে, এর এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট স্টিভেন গোল্ডফারব বলেন লোকজন রোমানিও গলফিনকে চেনা শুরু করেছে। তিনি রোমানিও গলফিন ও তার পরিবারকে সুইজারল্যান্ডে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি রোমানিও গলফিনকে ওয়াশিংটনের CERN প্রতিনিধি বলে ঘোষণা দেন। হেইডেন প্ল্যানেটেরিয়ামের পরিচালক ও "কসমস" টিভি অনুষ্ঠানের উপস্থাপক নীল টাইসন ডিগ্রাসী নিজেকে রোমানিও গলফিনের একজন ভক্ত বলেছেন।
গলফিন সিনিয়র ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা'র সঙ্গীত বিভাগের একজন উপদেষ্টা, রোমানিওকে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে নিয়ে যান। ঐ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ব্রায়ান হোগান বলেন "যখন তাকে আমি আমার ক্লাসরুমে দেখি, আমি তার চুল, কপাল ও চোখের মণির দিকে তাকাই, সে অধীর আগ্রহ নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে।" হোগান প্রথমে রোমানিও'র বিষয়টা বিশ্বাস করেননি। কিন্তু ছোট্ট রোমানিও খুব দ্রুতই তার মন জয় করে নেয়।"সে হয়ত পরবর্তী আইনস্টেইন, কারণ সে এমন একটি মন নিয়ে জন্ম নিয়েছে যা শুধু সমস্যা সমাধানের জন্যই তৈরি।" বলেন হোগান।
রোমানিও'র বাবা-মা মনে করেন রোমানিও'র বিজ্ঞানের প্রতি এই অসীম আগ্রহ হয়ত একসময় মানুষের জীবনকে আরও সহজ করতে কাজে লাগবে। কিন্তু তারা এটাও স্বীকার করেন যে রোমানিও হয়ত ছবি আঁকাকেও তার পেশা হিসেবে নিতে পারে।
সিনিয়র গলফিন বলেন "ছেলেটিকে আমি স্বাধীনভাবে বড় হতে দেব, যাতে সে তার মত করে তার পৃথিবীকে সাজিয়ে নিতে পারে।"
No comments