Header Ads

  • সর্বশেষ

    আকাশ থেকে পৃথিবীর ছবি যেভাবে প্রথম নেয়া হয়েছিল।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির প্রায় এক বছর পর বিজ্ঞানী ও সৈনিকদের একটি দল নিউ মেক্সিকো'র মরুভূমিতে ভি-টু মিসাইল ছোঁড়েন। এই মিসাইল জার্মানদের আত্মসমর্পণ করার পর তার অংশবিশেষ কাজে লাগিয়ে তৈরি করা। ঐ সময় নাৎসিদের উন্নত রকেট সাইন্স যুদ্ধের পরিবর্তে বিজ্ঞান ও নতুন গবেষণার জন্য ব্যাবহার করা হত। 

    ঐ রকেটের সাথে একটি ৩৫ মিমি মোশন পিকচার ক্যামেরা জুড়ে দেয়া হয়। প্রায় সাথে সাথেই রকেটটি দ্রুত গতিতে বাতাস ভেদ করে আকাশে উঠে যায়। উপরে ওঠার  কিছুক্ষণ পর থেকেই তখনকার সময়ের রিলে প্রতি দেড় সেকেন্ডে একটি করে ছবি তুলে সংরক্ষিত হতে থাকে। এই মিশনের প্রথম অংশ সফল হয়। মিশন শেষে রকেটটিকে মাটিতে অবতরণ করানো হয়। 

    যখন সবাই রকেটটির ল্যান্ডিং পয়েন্টে আসেন, তারা মহাকাশ থেকে পৃথিবী কেমন তা দেখতে পান। মাটিতে পড়ার সময় ক্যামেরাটি ভেঙে দুই টুকরো হয়ে গেলেও রিলটা অক্ষত থাকে। কারণ রিল একটি স্টীল ক্যাসেটের মাঝে ছিল। ছবি গুলো ছিল ঝাপসা ও নিম্ন মানের। ছবি গুলি ডেভেলপ করার পর আকাশের মেঘ ও পৃথিবীর দিগন্তের বক্রতা বোঝা যাচ্ছিল।
    ওহ, দিনটি ছিল ২৪ অক্টোবর, ১৯৪৬। 
    এই লেখার সাথে যে দুটি ছবি দেয়া হয়েছে সেগুলিই সবচেয়ে স্পস্ট। 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad