Header Ads

  • সর্বশেষ

    গত ১১ই ফেব্রুয়ারী ২০১৭ এর পূর্ণিমা ও চন্দ্রগ্রহনের কিছু ছবি।


    ফেব্রুয়ারী মাসের পূর্ণিমার চাঁদকে ইউএসএ'তে স্নো মুন বলা হয় কারণ বছরের এই সময় সবচেয়ে বেশী তুশারপাত হয়। এই ছবিটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো থেকে তোলা। 



    এবারের স্নো মুনের সাথে পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণও হয়। এই ধরণের গ্রহণ তখনই হয় যখন চাঁদ পৃথিবীর পেনাম্ব্রা'র মধ্য দিয়ে যায়। লাহোর, পাকিস্তানে যেমন দেখা গিয়েছিল। 



    এই দৃশ্য মেক্সিকো'র মিকোহাকেন রাজ্য থেকে তোলা। এমন দেখাচ্ছে কারণ সূর্য ও চাঁদের মাঝ খানে পৃথিবী। 

    এটা ভারবেলিস, লিথুয়ানিয়া।



    ইউএসএ'র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডী মেলানিয়া ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে যখন ফ্লোরিড'র পাম বীচে পৌঁছান তখনকার ছবি। 



    স্নো মুন কুয়ালালামপুরের বাইরে কোথাও অস্ত যাচ্ছে। 



    এটি ইউএসএ'র ক্যানসাস স্টেটের লরেন্স শহর থেকে। 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad