Header Ads

  • সর্বশেষ

    এলন মাস্ক আপনাকে পৃথিবীর যেকোনো জায়গাতে নিয়ে যেতে চান মাত্র এক ঘন্টার ভেতরে।


    স্পেসএক্সের তৈরি সবচেয়ে বড় রকেট ব্যবহার করে এলন মাস্ক আপনাকে পৃথিবীর যেকোনো জায়গাতে নিয়ে যেতে চান এবং সেটার যাত্রার সময়কাল হবে মাত্র এক ঘন্টা। যদি সবকিছু পরিকল্পনামাফিক হয় তবে এই রকেট ব্যবহার করে এলন মাস্ক মানুষকে মঙ্গলে নিয়ে যাবেন। সাংহাই থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এখনকার ফ্লাইটের দৈর্ঘ্য প্রায় ১৫ ঘন্টার। এই রকেট ব্যবহার করলে তা মাত্র ৩৯ মিনিটে নেমে আসবে। এটা পাগলের প্রলাপের মত শোনালেও ঠিক এমনটাই হচ্ছে বলে দাবী স্পেসএক্সের চীফ অপারেটিং অফিসার গোয়াইন ম্যাক্সয়েলের।

    এই সপ্তাহে TED এর মালিক ক্রিস এন্ডারসনের সাথে স্পেসএক্সের পরবর্তী আকর্ষণ নিয়ে ভিডিও চ্যাটিং এর সময় এটা নিয়ে আলোচনা হয় এবং তাদেরকে এ বিষয়ে খুবই আগ্রহী দেখা যায়। গোয়াইন ম্যাক্সয়েল বলেন “এটা মূলত পৃথিবীর বাসিন্দাদের জন্য মহাকাশ ভ্রমনের সুযোগ। উফ, আমার আর তর সইছেনা।“

    এই প্রজেক্টের উদ্দেশ্য হল প্রতিটি ফ্লাইটে অন্ততঃ ১০০ জন যাত্রী একটি শক্তিশালী রকেটের সাহায্য বহন করা। এলন মাস্ক যে রকেটের সাহায্যে তার টেসলা গাড়িটি মহাকাশে পাঠিয়েছিলেন, এই রকেট টি তার থেকেও অন্ততঃ আড়াই গুন বেশী শক্তিশালী হবে। গোয়াইন ম্যাক্সয়েল তার সাক্ষাতকারে বলেন “আমরা মূলত একটি BFR এর মত একটি উড়োজাহাজ বানাতে যাচ্ছি যা আপনাকে নিউ ইয়র্ক বা ভ্যাঙ্কিউভার থেকে তুলে নিয়ে পৃথিবীর অন্য প্রান্তে কোন স্থানে নিয়ে যাবে। এই যাত্রাটি হবে মোটামুটি ৩০-৪০ মিনিটের।“

    যদি আপনার কাছে ব্যাপারটি নিতান্তই হাস্যকর মনে হয় তবে আপনি একা নন।

    ক্রিস এন্ডারসন বলেন “গোয়াইন, কাম অন। এটা অবশ্যই অসাধারণ, তবে বাস্তবে এটা অসম্ভব, নয় কি? এটা কখনই বাস্তবে হতে যাচ্ছে না।“

    এই যাত্রার টিকেটের দাম যে কোন বিমানের ফ্লাইটের ইকোনমি বা বিজনেস শ্রেণীর টিকেটের দামের মতই। গোয়াইন তার শ্রোতাদের উদ্দেশ্যে বলেন “যদি আপনি এই ভ্রমনের কথা চিন্তা করেন তবে আপনি হয়ত একই দিনে একডজনেরও বেশী এমন ভ্রমন করতে পারবেন, কিন্তু একটি বিমান এতবড় দীর্ঘ যাত্রার ভ্রমণ একটার বেশী করতে পারে না। কিন্তু এ ক্ষেত্রে রকেট ও রকেটের জ্বালানী দুটিই উচ্চমূল্যের হলেও দিনে কমপক্ষে ১০ বার নিউ ইয়র্ক থেকে সাংহাই ভ্রমন করতে পারবে এবং পরিচালনা খরচ তলে নিয়ে লাভজনকও হবে।“

    স্পেসএক্সের সিইও এলন মাস্ক এই পরিকল্পনার কথা এডিলেডে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইন্টারন্যাশনাল এস্ট্রোনটিক্যাল কংগ্রেসের সময় ভেবেছিলেন। তিনি বলেন “যদি আমরা পৃথিবী থেকে মঙ্গলে যাবার মত সক্ষম রকেট তৈরি করতে পারি তবে পৃথিবীতেই বিভিন্ন জায়গাতে যাতায়াতের জন্য রকেট কেন তৈরি করতে পারব না।“
    হয়ত একদিন এটাও সত্যি হবে।

    1 comment:

    1. Vip Hotel Casino, Biloxi, MS, United States - Seat Code bet365 bet365 우리카지노 마틴 우리카지노 마틴 fun88 fun88 william hill william hill bet365 bet365 betway betway 575 VR Sports Betting and Online Casino | App Review

      ReplyDelete

    Post Top Ad

    Post Bottom Ad